ফেসবুক একাউন্ট কিভাবে বন্ধ করবেন


 আপনার ফেসবুক অ্যাকাউন্টটি বন্ধ করতে প্রথমে ফেসবুক অ্যাকাউন্টে login করে ওপরে ডান পাশে থেকে Acount settings-এ যান। এখন বাঁ পাশে Security-তে ক্লিক করে নতুন পেইজ এলে Deactivate your account-এ ক্লিক করুন।

♣ নতুন পেইজ এলে দেখবেন, সেখানে লেখা আছে আপনি কেন আপনার অ্যাকাউন্টটি Deactivate করতে চান। অনেক অপশন থেকে সাবধানে যেকোনো একটি সিলেক্ট করে Confirm-এ ক্লিক করুন।

♣ পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড চাইলে সিকিউরিটি কোড দিয়ে ok করুন। কোড দেয়ার সময় সতর্ক থাকুন যেনো ভুল না হয়।

♣ পুনরায় আবার login করলেই আবার অ্যাকাউন্টটি activate হয়ে যাবে, তাই login না করাই ভালো।
 

Comments

Popular posts from this blog

কিভাবে বিজয় কীবোর্ড এ বাংলা লিখবেন?

দেখে নিন কিভাবে Coinbase Bitcoin Wallet একাউন্ট খুলবেন।

ফেইসবুক ফান পেইজ থেকে টাকা আয় করার দারুন ও কার্যকরী উপায়।?