ফেসবুক একাউন্ট কিভাবে বন্ধ করবেন


 আপনার ফেসবুক অ্যাকাউন্টটি বন্ধ করতে প্রথমে ফেসবুক অ্যাকাউন্টে login করে ওপরে ডান পাশে থেকে Acount settings-এ যান। এখন বাঁ পাশে Security-তে ক্লিক করে নতুন পেইজ এলে Deactivate your account-এ ক্লিক করুন।

♣ নতুন পেইজ এলে দেখবেন, সেখানে লেখা আছে আপনি কেন আপনার অ্যাকাউন্টটি Deactivate করতে চান। অনেক অপশন থেকে সাবধানে যেকোনো একটি সিলেক্ট করে Confirm-এ ক্লিক করুন।

♣ পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড চাইলে সিকিউরিটি কোড দিয়ে ok করুন। কোড দেয়ার সময় সতর্ক থাকুন যেনো ভুল না হয়।

♣ পুনরায় আবার login করলেই আবার অ্যাকাউন্টটি activate হয়ে যাবে, তাই login না করাই ভালো।
 

Comments

Popular posts from this blog

দেখে নিন কিভাবে Coinbase Bitcoin Wallet একাউন্ট খুলবেন।

ফেইসবুক ফান পেইজ থেকে টাকা আয় করার দারুন ও কার্যকরী উপায়।?

কিভাবে বিজয় কীবোর্ড এ বাংলা লিখবেন?