ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয় করুন

ফ্রিল্যান্সিং করে আয় করবেন কিভাবে নিচে এর বর্ননা দেওয়া হলো...!


বর্তমানে বাংলাদেশের তরুণ প্রজন্মেরকাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ  আলোচিতবিষয় হচ্ছে ফ্রিল্যান্সিংযদিও বিষয়টিআন্তর্জাতিক পরিমন্ডলে বহুদিন হতেইস্বীকৃতকিন্তু বাংলাদেশে বিষয়টিঅনেকের কাছেই নুতনফ্রিল্যান্সিংহচ্ছে   এমন একটি চাকরি বাজার যেটা আপনি পৃথিবীর যে কোন স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে কাজ করতে পারবেন। আপনি যত খুশি কাজ করতে পারবেন এবং অনেক বেশী টাকা আয় করতে পারবেন। কাজ শেষে আপনার টাকা পাওয়ার ব্যাপারটাও নিশ্চিতফ্রিল্যান্সিং হল বিলিয়ন ডলারেরএকটি আইটি বাজার যেখানে উন্নতদেশগুলো কাজের মূল্য কমানোর জন্যআউটসোর্সিং করে থাকেফ্রিল্যান্সিংকাজের মধ্যে রয়েছেগ্রাফিক্স ডিজাইনওয়েব ডিজাইনএনিমেশনভিডিওএডিটিংপ্রোগ্রামিং এমনকি ডাটাএন্ট্রির মত অসংখ্য কাজ
আমাদের পাশ্ববর্তী দেশ ভারত পাকিস্থান বিষয়টি ভালমতই কাজেলাগিয়েছেতাদের একজন ছাত্র তারপড়াশোনার পাশাপাশিএকজনচাকুরিজীবি তার চাকুরির পাশাপাশিএমনকি একজন গৃহিনীও ফ্রিল্যান্সিংকরে প্রচুর বৈদিশিক মুদ্রা উপার্জনকরছেআমাদের বাংলাদেশেওঅনেকেই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে প্রচুরউপার্জন করছে। আমাদের দেশেকতজন freelancer আউটসোসিংকরে তা সঠিক ভাবে জানা অসম্ভবতবে freelancer এর একটা বড় অংশহল student অনেকে পড়ালেখা শেষকরে ফ্রিল্যান্সিং করেঅনেকে একে মূলপেশা হিসাবে গ্রহন করেছেAlmost People দের Data entry এর মতকাজ করার প্রবনতা বেশি তবেজনপ্রিয় মার্কেট-প্লেস Odesk (www.odesk.com)  বর্তমানেWeb Programming এবং Web designing এর কাজ বেশি পাওয়াযায়




অধিকাংশ  freelancer এর ক্ষেত্রেযেটা দেখা যায় প্রথম  কাজ পেতে একমাস লেগে যায় অনেকে আবার দেখাযায় কাজ পেতে  মাস সময় লাগেতবে কাজের দক্ষতা থাকলে  সপ্তাহেরমধ্যে  কাজ পাওয়া সম্ভব একজনfreelancer সর্বনিম্ন ১০০০০ টাকাথেকে ৮০০০০ টাকা আয় করে থাকে


মূলত ইচ্ছামত কাজের সুবিধা থাকায়যে কেউ যে কোন সময় ফ্রিল্যান্সিংকরতে পারে আয়ের দিক থেকে এসবকাজ কোন অংশে কম নয় উদাহরণস্বরুপএকটি সাধারণ মানের ওয়েবডিজাইনের কাজের পারিশ্রমিক ২০০হতে ১০০০ ডলার বা তদূর্ধে হয়প্রতিমূহুর্তেই নতুন নতুন কাজ আসছেএকঅসীম সম্ভাবনাময় কাজে আমাদেরবাংলাদেশের তরুন প্রজন্ম এগিয়েআসলে অদূর ভবিষ্যতে ফ্রিল্যান্সিংহতে পারে গার্মেন্টস শিল্পের বিকল্পবৈদেশিক মূদ্রা অর্জনের প্রধানহাতিয়ার

বিভিন্ন দিক থেকেই বলা যায় যেবাংলাদেশ ফ্রিল্যান্সিং  সুবিধা করতেসক্ষমবিশেষততুলনামূলক কম খরচেআমরা কাজ করে দিতে পারবপ্রয়োজনশুধুকম্পিউটারের বিভিন্ন ক্ষেত্রেপ্রয়োজনীয় দক্ষতা  কাজ করার মন-মানসিকতাফ্রিল্যান্সিং  সার্ভিসদেয়ার জন্য অনেক নির্ভরযোগ্য সাইটরয়েছে যাদেরকে ফ্রিল্যান্সিং-মার্কেটপ্লেস বলা হয় এসব সাইটে যারাকাজ জমা দেয়তাদেরকে বলা হয়বায়ার এবং যারা কাজটি করে দেয়তাদেরকে বলে Freelancer বা coder. একটি কাজের জন্য অনেক ফ্রিল্যান্সারbid বা আবেদন করে কাজটি কে কতডলারে করতে পারবে তা উল্লেখ করেযেসব কাজে পূর্বে তৈরিকৃত sample দেখানো সম্ভব সেসব sample যুক্তকরা হয় ক্লায়েন্টকে দেখানোর জন্যএদের মধ্য হতে ক্লায়েন্ট একজনকেনির্বাচিত করেনসাধারণত পূর্ব কাজেরঅভিজ্ঞতাটাকার পরিমাণপূর্ববর্তীকাজের sample কাজ পেতে সাহায্যকরে

ক্লায়েন্ট কাউকে কাজ দেওয়ার পরেকাজের সম্পূর্ণ টাকা সাইটে জমা দিয়েদেনফলে কাজ শেষে উক্ত কাজেরটাকা পাওয়ার ১০০নিশ্চয়তা থাকেএকটি কাজ পেলে একজনফ্রিল্যান্সারকে উক্ত কাজের জন্য ১০হতে ১৫পর্যন্ত কমিশন সাইটকে দিতেহয়এসব সাইটে ছোট ছোট কাজযেমনডাটা এন্ট্রিলোগো ডিজইন , ক্যাপচা এন্ট্রি ইত্যাদি কাজ পাওয়া খুবইসহজনুতন ফ্রিল্যান্সাররা এসব ছোটকাজ করে বায়ার কর্তৃক দেয়া রেটিংবাড়াতে পারেনযা পরবর্তীতে বড় কাজপেতে খুবই সহায়ক হয়

নিম্নে কতিপয় নিভর্রযোগ্য ফ্রিল্যান্সিংসাইটের ঠিকানা প্রদত্ত হল-
www.getafreelancer.com
www.odesk.com
www.rentacoder.com
www.getacoder.com

পেমেন্ট পদ্ধতি:
ফ্রিল্যান্সিং সাইটগুলি বিভিন্ন পদ্ধতিতেপেমেন্ট করে থাকে
যেমন:-
          Money bookers
          Western union
          Pioneer debt card
          Bank wire transfer ইত্যাদি

Comments

  1. শুভেচ্ছা জানাচ্ছি,

    আমি তাবাসসুম, ইন্সটাফরেক্স পার্টনার ম্যানেজার।

    আমরা আপনাকে প্রস্তাব জানাতে চাই ইন্সটাফরেক্স পার্টনার প্রোগ্রামে যেখানে আপনি কমিশন পাবেন আপনার প্রতিটা গ্রাহক থেকে। গ্রাহকদের থেকে প্রাপ্ত কমিশন আপনার অ্যাকাউন্ট এ জমা হয়ে যাবে যেটা আপনি সহজেই উত্তোলন করতে পাড়বেন। এছাড়াও আপনি বিভিন্ন ধরনের কমিশন এবং বোনাস সহ নানান ধরনের সুবিধা পাবেন ইন্সটাফরেক্স পার্টনার হিসাবে।

    আপনি যদি আগ্রহী হন অথবা যদি কোন প্রশ্ন থাকে নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করুন।

    আমাদের এই প্রস্তাব সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন।

    ধন্যবাদ। অপেক্ষা করছি আপনার আগ্রহ সম্পর্কে জানতে।

    Skype ID: Tabassum IFX

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

কিভাবে বিজয় কীবোর্ড এ বাংলা লিখবেন?

দেখে নিন কিভাবে Coinbase Bitcoin Wallet একাউন্ট খুলবেন।

ফেইসবুক ফান পেইজ থেকে টাকা আয় করার দারুন ও কার্যকরী উপায়।?