ফেসবুক পেজ এর নাম বদলান খুব সহজে?

মার্জ ( Merge ) কি ?
মার্জ হল একাধিক জিনিস কে একত্র করার প্রক্রিয়া ।
ফেসবুক পেজের ক্ষেত্রে মার্জ কি ? এক পেইজের ফ্যান অন্য পেইজে নেওয়ার নামই পেজ মার্জ ।
ধরেন আপনার কাছে একটি পেজ আছে ২০ হাজার লাইকের , এবং অন্য একটি পেজ আছে ১২ হাজার লাইকের । মার্জ করলে হবে ৩২ হাজার লাইক , কিন্তু অনিয়মিত কিছু আইডি আছে মার্জ করলে সেগুলা লাইক লিস্ট থেকে রিমুভ হয়ে যায় । ৩২ হাজারের মদ্ধে প্রায় ১ হাজার থাকবে এমন আইডি । সুতরাং আপনি মার্জ করার পর যে কোন একটি পেজে পাবেন প্রায় ৩১ হাজার ফ্যান । আবার বড় পেজের ক্ষেত্রে নাম পরিবর্তন কি ? আসলে নাম পরিবর্তন বলে কিছু নাই । মূলত মার্জ করেই এইটা করা হয় , ধরেন আপনার কাছে ১ লক্ষ ২০ হাজার ফ্যান আছে এমন একটি পেজ আছে কিন্তু আপনি চাচ্ছেন পেজের নাম ভাল হলে আরো ভাল হত । সুতরাং আপনার পছন্দ মত একটী পেজ খুলন তারপরে ১ লক্ষ ২০ হাজার ফ্যান এর পেজের লাইক গুলো নতুন পেইজে ট্রান্সফার করুন তাহলেই হয়ে গেল নাম পরিবর্তন । সুন্দর জিনিস না ?? এক পেইজে সর্বচ্চ ৫-৬ টি পেজ মার্জ করা যায় , এটা আসলে ভাগ্যের উপর নির্ভর করে , মাঝে মাঝে ২ টি পেজ ও করা যায় আবার মাঝে মাঝে ১০ টিও করা যায় । এখন মূল কথায় আসি , কিভাবে করবেন এই মার্জ ।——————————
——————————
—————————-
মার্জ করার জন্য আপনাকে যে ২ টি পেজের ম্যানাজার হতে হবে । মানে যত গুলো পেজ করবেন সব গুলাতেই আপনার ম্যানাজার থাকতে হবে । সব গুলা পেজের “Page Info” তে যান , সব গুলা পেইজেই ম্যাপ বসাতে হবে । ধরি আপনি একটী পেজের ফ্যান অন্য একটিতে নিবেন ,
# প্রথমে ক্যাটাগরি Local Business এর যে কোন ক্যাটাগরি দিন ।
# Address বক্সে অ্যাকুরেট অ্যাড্রেস দিতে হবে । আপনাদের সুবিধার জন্য আমি আমিরিকার
একটা অ্যাড্রেস দিলাম , Address :
353 Franklin StCity/
Town : Elizabeth, New Jersey
( এইটা দেওয়ার পর সেখানে নিচে এই প্লেস ড্রপ আসবে সিলেক্ট করবেন , তাহলে দেখবেন বক্সে “Elizabeth,
New Jersey” লেখাটা মার্ক হয়ে আছে ) ZIP Code : 07206
এখন সেভ করুন , আসল কাজ টূকু শেষ , এইবার পেজ গুলার অ্যাডমিন নয় এমন ২ টি আইডি দরকার হবে । ধরেন আপনি আপনার “A” পেজের ফ্যান নিবেন “B” পেইজে । এখন আপনি অ্যাডমিন নয় এমন ১ম আইডিতে ঢুকেন ও “A” পেজ ওপেন করেন । দেখবেন প্রোফাইল পিকচার এর নিচে লেখা আছে ” Suggest an edit” এখানে ক্লিক করলে একটা পপআপে ফর্মআসবে । Name বক্সে “B” পেজের নাম কপি পেস্ট করে এইখানে দিন , মাঝ খানের সব গুলা বক্স খালি রাখলেই ভাল । সবার নিচে আছে Duplicated Place এই বক্সে গিয়ে B পেজের লিঙ্ক দিন । লিঙ্ক দিলে B পেজের নাম আসবে , সিল্কেট করে সেভ করুন , একই ভাবে আপনি অ্যাডমিন নয় এমন ২য় আইডী থেকে সাজেশন করুন । ২ টি আইডি থেকে সাজেশন সঠিক ভাবে হলেই হবে । এখন “B” পেইজের Page setting > marge duplicate > A পেজ সিলেক্ট করে লেখা পড়ে পড়ে মার্জ করুন । সম্পুর্ন ফ্যান ট্রান্সফার হতে ১০-১৫ ঘন্টা সময় লাগতে পারে । এই সময়ের মাঝে পেইজের সেটীং চেঞ্জ করবেন না । আর A পেজের ফ্যান B পেজে চলে যাবে ও B পেজ সম্পুর্ন ভাবে ডিলেট হয়ে যাবে । হয়ে গেল মার্জ । wait করুন , ধিরে ধিরে দেখবেন B পেইজের ফ্যান বারতেছে । সাধারনত একটি পেইজে ৫-৬ টি পেইজের ফ্যান ১ টি পেইজে নেওয়া যায় , কিন্তু এইটারো ট্রিক্স আছে আনলিমিটেড মার্জ করার অনেক সোজা একটা জিনিস , এইভাবে লিখে লিখে বুঝানো অনেক কঠিন তার পরো কারো কোন সমস্যা হলে কমেন্টে যানাবেন ।i

Comments

  1. আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান ব্লগার এবং ইউটিউব দিয়ে তাহলে নিচে লিংকে গিয়ে সিখতে পারেন:
    https://www.pratiborton.gq/
    আমাদের ইউটিউব চেনেল হলো:
    https://youtube.com/channel/UC7WWklwXR49Hu-VbH27S3mQ

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

কিভাবে বিজয় কীবোর্ড এ বাংলা লিখবেন?

দেখে নিন কিভাবে Coinbase Bitcoin Wallet একাউন্ট খুলবেন।

ফেইসবুক ফান পেইজ থেকে টাকা আয় করার দারুন ও কার্যকরী উপায়।?