এবার ভুলবশত ডিলেট বা ফরম্যাট হওয়া পিক,ভিডিও,অডিও সহ সকল ফাইল ফিরিয়ে আনুন আপনার এন্ড্রয়েড দিয়ে খুব সহজেই

কেমন আছেন সবাই?আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।আজ আপনাদের সাথে এমন দুটি অ্যাপ নিয়ে হাজির হয়েছি যার মাধ্যমে আপনি খুব সহজেই এন্ড্রয়েড দিয়েই ডিলেট হওয়া ফাইল গুলো রিকোভারি করে ফিরিয়ে আনতে পারবেন।অনেক সময় ঈ অতি দ্রুততার জন্য বা ভুলবশত আমাদের মেমোরিকার্ডের অনেক গুরুত্বপূর্ণ ফাইল ডিলেট হয়ে যায় যা অনেক সময় ঈ আমাদের আফসোসের কারণ হয়ে 
যা অনেক সময় ঈ আমাদের আফসোসের কারণ হয়ে দাড়ায়।তাই আপনাদের জন্য যে দুটি অ্যাপের লেটেস্ট ভার্সন নিয়ে হাজির হয়েছি এর মাধ্যমে আপনার আফসোসের অবসান ঘটবে ইনশাআল্লাহ।
.
*Disk Digger Pro:এন্ড্রয়েডে ডিলেট হওয়া ফাইল রিকোভার করার জন্য সেরা একটি অ্যাপ হচ্ছে Disk Digger Pro.এটি প্রায় দুই থেকে আড়াই বছর বেটা ভার্সনে থাকার পর সম্প্রতি V1 পাবলিশ হয়েছে। এটি ইতিমধ্যেই সবার মন জয় করতে সক্ষম হয়েছে।এর ব্যবহার পদ্ধতিও বেশ সহজ,এবং এই অ্যাপের মাধ্যমে আপনি প্রায় সকল ফরম্যাটের ফাইল রিকোভার করতে পারবেন।তো এখনি এর লেটেস্ট ভার্সন নিয়ে নিন।
ডাউনলোড লিংকClick Here To Download

*Hexamob Recovery Pro.ফাইল রিকোভারির আরেকটি জনপ্রিয় অ্যাপের নাম হচ্ছে এই Hexamob Recovery। এটির ব্যবহার ও খুব সহজ ও সমৃদ্ধ। যেটি ব্যবহার করলেই বুঝবেন।
ডাউনলোড লিংকClick Here To Download
ডাউনলোড করতে লিংকে গিয়ে Download Now তে ক্লিক করবেন দেন পরের পেজে Click Here To Download এ ক্লিক করবেন।
.
ফাইল রিকোভারির আরো অনেক ধরনের অ্যাপ থাকলেও এই দুটিই বেশি জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত।আশা করি আপনাদের ও বেশ ভালোলাগবে এবং উপকারে আসবে।আজকের মত এখানেই শেষ করছি।পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন।

Comments

Popular posts from this blog

কিভাবে বিজয় কীবোর্ড এ বাংলা লিখবেন?

দেখে নিন কিভাবে Coinbase Bitcoin Wallet একাউন্ট খুলবেন।

ফেইসবুক ফান পেইজ থেকে টাকা আয় করার দারুন ও কার্যকরী উপায়।?