ফেসবুক লাইভ ভিডিও করবে যেভাবে !

ফেসবুকে লাইভ ভিডিও প্রচার হালের ট্রেন্ডেপরিণত হয়েছে। শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যমটিও কাজটি সহজ করতে সদ্যই বাটনেপরিবর্তন এনেছে। তবে কীভাবে করতে হবেতা ঠিকঠাক না জানার কারণে অনেকেইলাইভ ভিডিও করতে পারছেন না। বেশ কিছুআগেও ফেসবুকে সবার জন্য লাইভঅপশনটি উন্মুক্ত ছিল না। সম্প্রতি সবব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত করেদেয়া হয়েছে। কাজটি অবশ্য খুব বেশি জটিলনয়। সামান্য কিছু কৌশল জানা থাকলেইমাত্র কয়েক ক্লিকে লাইভ ভিডিও করা যায়ফেসবুক ব্যবহার করে। কীভাবে লাইভ ভিডিওপ্রচার করতে হয় তা  টিউটোরিয়ালে তুলেধরা হলপ্রথমে ফেসবুক অ্যাপ চালু করেটাইমলাইনে গিয়ে স্ট্যাটাস লেখার অংশেযেতে হবে। তারপর স্ট্যাটাস লেখার জন্য ক্লিককরলে পেজজুড়ে পোস্ট টু ফেসবুক অপশনটিদেখা যাবে। সেখান থেকে ‘go live’ অপশনটিতে ক্লিক করতে হবে সরাসরিপ্রচারের জন্য। তারপর ‘Describe your live video’ অপশনে ভিডিও সম্পর্কে বর্ণনা দিয়েনিচে ডান পাশে থাকা ‘go live’ অপশনটিতে ক্লিক করতে হবে। তাহলেইলাইভ চালু হয়ে যাবে।

Comments

Popular posts from this blog

কিভাবে বিজয় কীবোর্ড এ বাংলা লিখবেন?

দেখে নিন কিভাবে Coinbase Bitcoin Wallet একাউন্ট খুলবেন।

ফেইসবুক ফান পেইজ থেকে টাকা আয় করার দারুন ও কার্যকরী উপায়।?